আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে দেয়া নৌকা প্রতীকের সম্মান সমুন্নত রাখতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এবার আনুষ্ঠানিক ঘোষনা দিয়ে চিকিৎসক সেলিনা হায়াৎ আইভীকে পুনরায় বিজয়ী করতে প্রচারণায় নেমেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
শনিবার (১ জানুয়ারি) বিকেলে এক মতবিনিময় সভা শেষে শহরে প্রচারপত্র বিলি করেন নাগরিক কমিটির নেতারা।
এর আগে মতবিনিময় সভায় তারা বলেন, সন্ত্রাস, ভূমিদস্যু, খুন, রাহাজানির বিরুদ্ধে এবং উন্নয়নের স্বপক্ষে রাখা ভূমিকা বিবেচনায় আইভীকে নির্দ্বিধায় সমর্থন করেছে নাগরিক কমিটি। এই নারায়ণগঞ্জে আইভী দুইবার মেয়র ও একবার চেয়ারম্যান পদে থাকা অবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে। তিনি এই শহরের মানুষকে আশার আলো দেখিয়েছেন। এই আলো নিভিয়ে দেওয়ার অপচেষ্টার জন্যই আইভীর বিরুদ্ধে একজন প্রার্থী দাঁড় করিয়েছে এই শহরেরই একটি অপশক্তি। তবে এইসব অপচেষ্টা কাজে আসবে না। কারণ এই শহরের মানুষ ও ভোটাররা অত্যন্ত সচেতন। তাদের লোভ দেখিয়ে ঘায়েল করা সম্ভব হবে না। নগরবাসীর সকলের কাছে আইভীর পক্ষে ভোট প্রার্থনা করেন তারা।
তারা আরও বলেন, আইভীকে সবসময় একটি অপ শক্তির বিপক্ষে লড়াই করতে হয়। নানা চাপের মধ্যে তাকে কাজ করতে হয়। এই নারায়ণগঞ্জে যুদ্ধ করেই টিকে আছে সবাই। বস্তুনিষ্ঠ চিন্তাধারাকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে আসতে হবে সকলকে। বিরোধী সেই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েই আমাদের এগিয়ে যেতে হবে। কোনো কারণে হোঁচট খেলে আইভী মর্মাহত হবে আর আমরা হবো নিমজ্জিত। উন্নয়নের ধারাও ব্যাহত হবে। নারায়ণগঞ্জ শহরের ভারসাম্য রক্ষায় আইভীকে প্রয়োজন।’
সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি রফিউর রাব্বির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেনসহ নারায়ণগঞ্জের শুভ বুদ্ধিসম্পন্ন অনেকেই উপস্থিত ছিলেন ।









Discussion about this post