নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি ও বেসরকারি সেক্টরে নানা অনিয়ন, দূর্ণীতি, লুটপাট, চুরি, বাটপারি, রাজনৈতিক প্রভাব বিস্তার, শাসক দলের নাম ভাংগিয়ে অপরাধের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে নারায়ণগঞ্জ । আর এমন হাজারো লুটপাটের ঘটনায় সচেতন মহল সকল সময় প্রশ্ন তুলেছেন, “বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে ?” আইনশৃঙ্খলা বৈঠকে নারায়ণগঞ্জবাসীর এমন প্রশ্নটি ছুড়ে দিয়েছেন জেলার দায়িত্বরত পুলিশ
পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, “বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? আমরা সকলেই জানি তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবৈধ লাইন দায়ী। আমরা জানি এখানে অনেক অবৈধ লাইন আছে। কিন্তু ব্যবস্থা নিবে কে? এই সমস্যা সমাধানে আমাদের সকলেরই একসাথে কাজ করতে হবে। সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সকলে মিলে সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে।
নারায়ণগঞ্জ জেলার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্যতম প্রধান সদস্য হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
১৩ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির এই মাসিক সভার আয়োজন করা হয়। তবে সভার উপদেষ্টা হিসেবে থাকা জেলার ৫টি আসনের কোন এমপি উপস্থিত ছিলেন না।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, জেলা সিভিল সার্জন ডা. মোঃ ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ^াস ও বিকেএমইএর সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, নিরাপদ ও উন্নত নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে একসাথে সমন্বয় কাজ করতে হবে। একসাথে মিলে সকল সমাস্যার সমাধান করতে হবে। তাহলেই আমরা নিরাপদ ও উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো ।
এসময় নরায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. সেলিম রেজা, পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এস এম ওয়াজেদ আলী খোকন ছাড়াও র্যাব, বিজিপি, ফায়ার সাভির্সের কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ।









Discussion about this post