নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং তার পত্মী রাজিয়া সুলতানার করোনা নেগেটিভ এসেছে।
১৩ এপ্রিল তাদের দম্পতির করোনা নেগেটিভ এসেছে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান জানান, ১১ এপ্রিল জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে বাসা থেকে করোনা নমুনা নেয়া হয়। ১৩ এপ্রিল তাদের দম্পত্তির করোনা নেগেটিভ এসেছে, তার মানে তারা দুইজনই করোনামুক্ত। সস্ত্রীক আনোয়ার হোসেন এখন করোনামুক্ত হয়ে বাসায় অবস্থান করছেন। তাদের দম্পতি নারায়ণঞ্জবাসী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
উল্লেখ্য, ২৪ মার্চ করোনা আক্রান্ত হন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং তার পত্মী রাজিয়া সুলতানা। এর আগে ২৪ ফেব্রুয়ারি জেলা জেনারেল হাসপাতালে করোনা প্রথম ডোজ করেন তারা।









Discussion about this post