নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সেই দূর্ধর্ষ সন্ত্রাসী, নারায়ণগঞ্জে মাদক ব্যবসার আরেক সম্রাট ও ভুমিদস্যু মোফাজ্জল হোসেন চুন্নুসহ তার ২৩ সহযোগি সন্ত্রাসী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
শনিবার রাত ১০ টায় ফতুল্লার বিভিন্ন এলাকায সাড়াসী অভিযানে কুতুবপুর নয়ামাটি এলাকার থেকে দূর্ধর্ষ এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় । পরে চুন্নুকে তল্লাশী করে ৫ শতাধিক ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেন হলো একই এলাকার মৃতু তালেব হোসেন পুইক্কার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় এর আগেও ১০টি মাদক, অস্ত্র সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে । এ ঘটনায় এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, শাসক দলের এক নেতার শেল্টারে দীর্ঘদিন যাবৎ সদর উপজেলার সর্বত্রপাইকারী মাদক ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলো এই চুন্নু । তাকে থামানো ছিলো অনেকটাই দূরুহ বিষয়
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে তাঁর (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার দিনগত রাত ১০টায় কুতুবপুর নয়ামাটি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় নয়ামাটি নিজ বাড়ির সামনে মাদক বিক্রির সময় চুন্নুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় চুন্নুর বাহিনীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশ উপর হামলা চালায় ।
এ সময় তার বাহিনীর ছুড়া ইটপাটকেলে ৫ জন পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।
ওসি আনসরাম উদ্দিন আরো জানান, এ ঘটনায় মোফাজ্জল হোসেন চুন্নু সহ আরো অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে । এর মধ্যে একটি অস্ত্র ও একটি মাদক মামলা দায়ের করা হয় । অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
তিনি জানান, এছাড়াও ফতুল্লার চাঁদমারী, মাসদাইর, পঞ্চবটি সহ বেশ কয়েকটি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আরো ২৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন, ৭০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে ।
এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হচ্ছে ।









Discussion about this post