নিজস্ব প্রতিবেদক :
ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে তহুরুল ইসলাম (২৫) নামক এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ধর্ষক তহুরুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাধানগর বড় ডাবপুরের আব্দুল মান্নানের পুত্র ও ফতুল্লা থানার দেলপাড়া এসবি গার্মেন্টস সংলগ্ন মাসুমের টিনসেড বাড়ীর ৩নং রুমের ভাড়াটিয়া।
এ ঘটনায় বুধবার(১৪ জুলাই) শিশুটির মা বাদী হয়ে গ্রেফতারকৃত ধর্ষক তহুরুল ইসলাম কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায়, বাদী এবং গ্রেফতারকৃত ধর্ষক একই বাড়ীতে ভাড়ায় বসবাস করে। বাদী একটি গার্মেন্টে চাকুরী করে।
প্রতিদিনের মতো সে চলতি মাসের ৯ তারিখে তার পাঁচ বছর বয়সী মেয়েকে বাসায় একা রেখে সকাল আটটার দিকে নিজ কর্মস্থলে চলে যায়। একই দিন দুপুর আড়াইটার দিকে গ্রেফতারকৃত ধর্ষক তহুরুল ইসলাম বাদীর মেয়েকে পেয়ারা খাওয়ানোর কথা বলিয়া নিজ রুমে ডেকে নিয়ে যায়। তাহার রুমের ভিতর নিয়া শিশুটির পরনের কাপড়-চোপড় খুলিয়া শিশুটির গোপনাঙ্গে তার পুরুষাঙ্গ প্রবেশের চেষ্টা করিয়া ব্যর্থ হয়ে সে মুখের ভিতর পুরুষাঙ্গ প্রবেশ করাইয়া বির্যপাত ঘটায়।
ঘটনার পরদিন ১০ জুলাই সকালে শিশুটি তার মাকে পুরো বিষয়টি অবগত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস,এম শামীম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, ধর্ষক তহুরুল ইসলাম কে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার আরএফএল এর দোকানে কর্মরত অবস্থায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিকৃত যৌনচারী এই তহুরুল ইসলাম আরএফএল এর এস আর হিসেবে চাকরী করে । শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।








Discussion about this post