আর কত লাশ পরলে, আর কত রক্ত ঝরলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইট থেকে ১ নং রেল গেইট পর্যন্ত রেল লাইনের উপর দখলদারদের দখলে থাকা অবৈধ দোকান উচ্ছেদ হবে ।
চাঁদাবাজ পলাশ এই রেললাইন থেকে প্রতিদিন বিশাল পরিমাণ চাঁদা তুলে কোন কোন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাদের দেয় ? আর কত প্রাণ ঝড়লে দখলমুক্ত হবে রেললাইন ? একেকজনের এমন মৃত্যুর পর ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার চালাতে ব্যস্ত হয়ে উঠে পলাশ বাহিনীর হকারচক্র।
আর কত প্রাণ এভাবে ঝড়ে পরলে রক্তচোষা চাঁদাবাজদের দৌড়ত্ম বন্ধ হবে ? নাকি নির্লজ্জ চক্রের আস্ফালন চলতেই থাকবে ?
নারায়ণগঞ্জ শহরের দুই নং রেল গেট এলাকায় নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে পড়ে দ্বি খন্ডিত হয়ে ১৮ বছরের যুবক নিহত হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি ২নং রেলগেইট আসার সময়ে এক যুবক হঠাৎ দৌড়ে রেল লাইনের উপর গিয়ে পড়ে। ঘটনাস্থলে সে মারা যায়।
রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক মোখলেছুর রহমান সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানান, এখনো নিহতের পরিচয় শনাক্ত হয় নাই। আর আপনারা যদি জোড়ালোভাবে বলেন,তবে রেললাইন ফাকা হবে । আপনারা সকলেই এ বিষয়ে লেখালেখি করেন তাইলেই চাদাবাজি বন্ধ হবে ।
তিনি আরো বলেন, দুপুর পৌনে ১টায় নারায়ণগঞ্জগামী ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখিত অভিযোগ সম্পর্কে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, আমি তো নতুন এসেছি, তবে পলাশের এমন চাঁদাবাজি ও রেললাইনের উপর দখলের বিষয়টি অবশ্যই দেখবো ।









Discussion about this post