নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন ভুয়া র্যাব সদস্যকে আটক করা হয়েছে। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উপজেলার রূপসী এলাকায় ঘুষ নেওয়ার সময় উৎ পেতে থাকা র্যাব সদস্যরা তাদের আটক করেন।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে সংঘবদ্ধ র্যাবের ভুয়া চক্রের প্রধানসহ তিন প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৫ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের রূপসী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইউনিফর্ম পরিহিত ২টি ছবি (এডিট করা), বাংলাদেশ র্যাব লেখা ও র্যাবের মনোগ্রাম সম্বলিত ১টি জ্যাকেট, র্যাব সদর দপ্তরের সিল ও অফিসারদের ভুয়া স্বাক্ষরসহ ৭টি নোটিশ, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা অফিসার, ডিউটি অফিসার ও তদন্তকারী অফিসার নামীয় ৪টি সিল, বিজিবির ১টি আইডি কার্ড, বিজিবির ১ সেট ইউনিফর্ম, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, ১টি মোবাইল ও ১৪টি সিম কার্ড জব্দ করা হয়।
আটক তিনজন হলো- কুড়িগ্রামের উকিলপুরের মাসতীবাড়ি এলাকার জয়নাল আবেদীন (২৭), গাজীপুর সদর জান্দালিয়া পাড়া এলাকার নাজমুল হোসেন (২৭) ও কিশোরগঞ্জ জেলার কাটিয়ারির চরজাকারিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান (২৯)।
মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, এ চক্রের দ্বারা প্রতারিত ভুক্তভোগী একজনের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে র্যাব-১১। এতে দেখা যায় প্রতারক চক্রটি র্যাব সদর দপ্তরের বিভিন্ন পদের সিলমোহর ব্যবহার করে নিজেদের তৈরি করা ভুয়া নোটিশ পাঠায়। নোটিশনামায় দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে টাকা দিয়ে অভিযোগ থেকে অব্যাহতি নেওয়ার কথা বলা হয়। অন্যথায় গ্রেফতারের ভয় দেখানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট দিবাগত রাতে টাকা নেওয়ার সময় র্যাব সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলে।
আটক প্রতারকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতারক চক্রের প্রধান আসামি জয়নাল আবেদীন ইতোপূর্বে বিজিবিতে চাকরি করতো। চাকরিরত অবস্থায় সে ২০১৭ সালে বিজিবি থেকে পালিয়ে যায়। পরে তার নেতৃত্বে একটি প্রতারক চক্র গঠিত হয়। সে দীর্ঘদিন ধরে বিজিবিতে চাকরি দেওয়ার নাম করে অনেক লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেফতারকৃত সকলের বর্তমান ঠিকানা গাজীপুরের জয়দেবপুর এলাকায়। প্রতারক চক্রের প্রধান আসামি মো. জয়নাল আবেদীন আগে বিজিবিতে চাকরি করতো। বিজিবিতে চাকুরিরত অবস্থায় সে পালিয়ে যায়। পরবর্তীতে তার নেতৃত্বে একটি প্রতারক চক্র সংগঠিত হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য জানা যায় বলেও জানান র্যাব-১১ এর অধিনায়ক।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীনরয়েছে বলেও জানায় র্যাব কর্তৃপক্ষ ।









Discussion about this post