আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধ :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত মহিলার (৪০) এর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সদর বাজারের কলাপট্টি এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, লোক মারফত সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরনে ছেলোয়ার- কামিজ রয়েছে। তবে তাকে পাগল বলে আখ্যা দিয়েছে স্থানীয় লোকজন। তারা বলছে, এ মহিলাকে দেখে পাগল মনে হতো। মাঝে মাঝেই তাকে বাজারে এবং আশে পাশে ঘুরাঘুরি করতে দেখা যেতো।









Discussion about this post