গেলো মংগলবার রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় একযোগে ডাকাত দল হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও আহতের ঘটনা ঘটায়। এমন ঘটনার তিন দিনের মধ্যে ফের তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে
আড়াইহাজারে আবারো এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ২০ নভেম্বর শুক্রবার রাতে গোপালদী পৌরসভার সদাসদী পূর্বপাড়া উলুকান্দী ও কালাগাছিয়া কান্দা এক ডাক্তারের বাড়িসহ এই ডাকাতির ঘটনাগুলো ঘটে।
সদাসদী গ্রামের ডাকাতির শিকার হওয়া স্কুল শিক্ষক মনির হোসেন জানান, রাত ২টায় তার বাড়িতে ২০/২৫ জনের মুখোশ ও হাফপ্যান্ট পরিহিত ডাকাত দল কলাপসিবল গেট ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা চোখ বেঁধে আড়াই ভরি স্বার্নালংকার, ২টি ক্যামেরা ও একটি কম্পিউটারের মনিটর নিয়ে যায়। ডাকাত দল তার ৪টি কক্ষ তছনছ করে ফেলে।
অপরদিকে একই রাতে পাশের উলুকান্দী গ্রামে নকুল বনিকের বাড়িতে হানা দিয়ে ৫টি মোবাইল ও ১ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের সহযোগি অধ্যাপক আলআমিনের গ্রামের বাড়ি কলাগাছিয়া কান্দায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
অপর দিকে আড়াইহাজার-বিশনন্দী সড়কের চালাকচকে রাস্তায় ছিনতাই হয়। ডাকাতি বেড়ে যাওয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আজাহার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।









Discussion about this post