শাহজাহান কবির (আড়াইহাজার প্রতিনিধি)
আড়াইহাজারে গনপিটুনিতে জুয়েল (৩৮) নামের এক ডাকাত নিহত হয়েছে।
বুধবার রাত দেড়টার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জুয়েল ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশাদুর রহমান জানান, রাত দেড়টায়
লস্করদী গ্রামের কাদিরের বাড়িতে ১২/১৩ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় তাদের
ডাক চিৎকারে মসজিদের মাইকে ঘোষানা দিয়ে আশ-পাশের লস্করদী, মনোহরদী
গ্রামের শত শত লোক বের হয়ে ডাকাতদের ঘেরাও করে ফেলে।
জনতার ধাওয়া খেয়ে সকল ডাকাত পালিয়ে গেলেও ধরা পড়ে যায় জুয়েল। পরে জনতা
তাকে গনপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার ভোর ৫টায় লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত জুয়েল একজন ডাকাত। তার
বিরুদ্ধে থানায় একটি ধর্ষন, একটি হত্যার চেস্টাসহ বিভিন্ন থানায় একাধিক
ডাকাতির মামলা রয়েছে ।









Discussion about this post