আড়াইহাজার,( নারায়নগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের আড়াইহাজারে জাইদুল (২৫) এবং লিটন (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটকের ৫ঘন্টা পর ছেড়ে দিল থানা পুলিশ।
জানা যায় আজ শনিবার বেলা ১১ টায় উপজেলার দক্ষিনপাড়া এলাকা থেকে থানার এ,এস, আই আসাদুজ্জামান দুই মাদক ব্যবসায়ী জাইদুল এবং লিটনকে আটক করে।
মাদক ব্যবসায়ী লিটন দক্ষিনপাড়া গ্রামের সামুর ছেলে এবং জাইদুল পিতা অজ্ঞাত গ্রাম জালাকান্দী। তাদের দুজনকে ইয়াবাহ সহ লিটনের বাড়ি থেকে আটক করে মোটা অংকের টাকা দাবি করে এ,এস,আই আসাদুজ্জামান। আদের দাবীকৃত টাকা তাৎক্ষনিক না দিতে পারায় তাদের দুজনকে থানায় না এনে পুলিশের গাড়িতে করে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫ ঘন্টা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরিয়ে টাকা যোগাড় করার সুযোগ দেয় ।
পরে বেলা ৩টায় মোটা অংকের টাকা পেয়ে দুই মাদক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়। এ ব্যপারে এ,এস,আই আসাদুজ্জামানের মোবাইলে (০১৭৩৯৬০৭১৩১) এ নাম্বারে আলাপ কালে প্রথমে ঘটনাটি অস্বিকার করলেও পরবর্তীতে তিনি সন্ধায় সাংবাদিককে দেখা করতে এবং চা পানের দাওয়াত দেন।
এ ব্যপারে নারায়নগঞ্জের এস,পি হারুন অর রশিদকে ব্যপারটি অবগত করা হলে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হবে বলেন।
আড়াইহাজার থানার ওসি তদন্ত (দায়িত্ব প্রাপ্ত ওসি) সফিকুল ইসলাম অবগত করলে তিনি বলেন বিষয়টি আমার জানা নাই ।









Discussion about this post