আবারও দেবে গেছে আড়াইহাজারের গোপালদী পৌর এলাকার রামচন্দ্রদী বেইলি ব্রিজ। ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। মেঘনার তীরে বিশনন্দী ফেরিঘাট থেকে বিআরটিসির বাস ও বাঞ্ছারামপুর থেকে ঢাকাগামী বিভিন্ন যানবাহনের যাত্রীরা ব্রিজটি পার হওয়ার সময় আতঙ্কে থাকেন। ব্রিজের পূর্ব পাশের অংশ দেবে গেছে। সেই অংশে একটি লোহার পাত বসানো হয়েছে। এর ওপর দিয়ে গাড়ি যাওয়ার সময় বিকট শব্দ হয়। সেই শব্দে যাত্রীদের মনে কাঁপন ধরে।
স্থানীয় লোকজন জানান, ব্রিজটির বয়স দেড় যুগের বেশি । একমুখী ব্রিজ। আগে শুধু বিশনন্দী ও দয়াকান্দা এলাকার লোকজন ব্রিজ দিয়ে চলাচল করত। তখন এ পথে লোকজনের চলাচল কম ছিল। এখন সে অবস্থা বদলে গেছে। আড়াইহাজার ও বাঞ্ছারামপুরের মধ্যে ফেরি সার্ভিস চালু হওয়ায় এই ব্রিজটির গুরুত্ব বেড়েছে। বাঞ্ছারামপুরের লোকজন এখন আড়াইহাজার হয়ে ঢাকা যাতায়াত করেন। বাঞ্ছারামপুর থেকে এখন বিশনন্দী ফেরিঘাট হয়ে আড়াইহাজার সদর দিয়ে পূর্বাচল হয়ে রাজধানী ঢাকা পর্যন্ত মানুষের যোগাযোগ ব্যবস্থা চালু। সমস্যা ও ঝুঁকি শুধু রামচন্দ্রদী স্টিল ব্রিজটি। মাঝেমধ্যে ব্রিজের মাঝখানে যানজটে আটকা পড়ে বিভিন্ন ভারী যানবাহন। রামচন্দ্রদী ও কড়ইতলা এলাকাবাসী জানায়, প্রতিদিন হাজারো গাড়ি চলাচল করে এই রুটে। বিকাল থেকেই যানজট শুরু হয়। ব্রিজটি একমুখী হওয়ায় সমস্যা বেশি।
ব্রিজটির নাটবল্টু প্রায়ই খুলে যায়। পাটাতন দেবে যায়। সওজয়ের লোকজন এসে লোহার পাত লাগিয়ে দেয় দায়সারাভাবে। বড় ধরনের সংস্কার করা হয় না । স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
এলাকাবাসী মনে করেন, যানবাহন চলাচল কমপক্ষে দশ গুণ বেড়ে যাওয়ায় এখানে স্টিল ব্রিজের পরিবর্তে আরসিসি ব্রিজ নির্মাণ করা জরুরি। সড়ক ও জনপথের উপ সহকারী প্রকৌশলী কাফি হোসেন জানান, লোক পাঠিয়ে আমরা ব্যবস্থা নিব।









Discussion about this post