আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রবীণ সাংবাদিক কাজী আমান (৮৫) মঙ্গলবার দিবাগত রাতে বার্ধক্য জনিত অসুস্থতার কারণে তার নিজ বাড়ী দুপ্তারা গ্রামে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি————রাজিউন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ পরিবার বর্গ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল বুধবার সকাল ১১টায় তার শ্বশুরবাড়ী দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার ২য় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে সকাল ৮টায় দুপ্তারায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে আড়াইহাজারের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির সহ সর্বস্তরের মুসল্লিরা তার জানাজায় অংশ গ্রহণ করেন।









Discussion about this post