আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আড়াইহাজারে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী লিটনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের উৎরাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন ওই গ্রামের মৃত চানঁ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, লিটন দীর্ঘ দিন ধরে ইয়াবা, বিদেশী মদ ও ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল। গোপনে খবর পেয়ে শনিবার গভীর রাতে তার বাড়ি থেকে ২০ বোতল বিদেশী মদ ও ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে রোববার আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত লিটনকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।








Discussion about this post