মোঃ শাহজাহান কবির, আড়াইহাজার প্রতিনিধি :-
নারায়ণগঞ্জে আড়াইহাজারে বছর খানেক আগে টেন্ডার নিয়ে এবং উদ্ভোধনের ১ মাস অতিবাহিত হয়ে গেলেও তা সংস্কারের কাজ করছে না সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্ঠান মেসার্স ডলি কনস্ট্রাকশন।
সড়কটি নানা স্থানে ভেঙ্গে এবং বড় বড় গর্ত হয়ে লোক ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যানবাহন ও লোকজনের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে ।
এল জি ই ডি আড়াইহাজার উপজেলা সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, সড়ক সংস্কারের কাজ করার জন্য গত অক্টোবর মাসে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু কাজ উদ্ভোধন করে দিয়েছেন। আনুষ্ঠানিক ভাবে তা উদ্ভোধন করার পরও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে না। এটি প্রায় ১৪ কোটি টাকার একটি প্রকল্প। মেসার্স ডলি কনস্ট্রাকশন কে প্রকল্প পরিচালক এবং আমি নিজে কাজ করার জন্য নোটিশ দেওয়ার পরও তারা রাস্তা সংস্কারের কাজটি করছেন না ।
প্রসঙ্গত, ঢাকা থেকে ৩০ কি:মি পূর্ব দিকে অবস্থিত নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মোড়। সেখান থেকে ১৫ কি:মি: পথ জাঙ্গালিয়া হয়ে উচিৎপুরা বাজার। এক সময় জাঙ্গালিয়া থেকে সরাসরি ঢাকায় বাস সার্ভিস চালু ছিল। বর্তমানে তা বন্ধ রয়েছে। কিন্তু এ রাস্তাটি উপজেলার একটি ব্যস্ততম রাস্তা। প্রতিদিন দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে হাজার হাজার লোক এ রাস্তায় যাতায়ত করে থাকেন। প্রায় ১৫ কি: মি: রাস্তার মধ্যে ইলমদী মাদরাসার কাছে, দাসিড়দিয়া, তিলচন্দী ওয়াল্টন মোড়ে, তিলচন্দী বাজারে, নৈকাহোন বাজারের পাশে, কৈয়াবিলের ব্রীজ সংলগ্ন স্থানে, শিবপুর মসজিদপাড়ায় এবং শিবপুর মোড়ে এ ৭টি স্থানে মারাত্মক ধরনের ভাঙ্গা ও খানা খন্দক রয়েছে। ভাঙ্গা গুলো এতই প্রকট যে, ছোট ছোট যানবাহন চলার সময় ঘটে যায় নানা দূর্ঘটনা। মেরামতের সময় উপযুক্ত মালামাল ব্যবহার না করায় অর্থাৎ নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় রাস্তাটি ঘন ঘন ভেঙ্গে যায়।
রাস্তাটি অতি শিঘ্র সংস্কার এবং সংস্কারের সময় উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবী জানিয়েছেন এলাকাবাসি।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা প্রকৌশলী মোঃ নাসিরউদ্দীন জানান, রাস্তাটির টেন্ডার দেয়া হয়েছে। উদ্ভোধন ও করা হয়েছে । ঠিকাধারী প্রতিষ্ঠান ডলি এন্টারপ্রাইজ কে বার বার কাজ করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে বার বার চেষ্টা করেও ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।









Discussion about this post