নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি….রাজিউন। শুক্রবার ৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।
গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈকত হোসেন বেপারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি গণমাধ্যম কে বলেন, ‘চেয়ারম্যান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার বিকেলে তিনি মারা যান।’
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান শোক বার্তায় বলেন, ‘নওশেদ আলী একজন ভালো মনের মানুষ ছিলেন। একজন সজ্জন, সদালপী ও নির্লোভ ছিলেন। সাদাসিধে সহজ সরল মানুষ হিসেবে তিনি এলাকাবাসীর জনসেবা করে গেছেন। তাঁর মৃত্যুর খবর আমাকে প্রচন্ডভাবে ব্যথিত করেছে। আমার নির্বাচনী এলাকাতে যে কতজন চেয়ারম্যান ছিলেন তাদের মধ্যে নওশেদ ছিলেন প্রচন্ডরকম একজন ভালো মানুষ।’








Discussion about this post