নারায়ণগঞ্জে বৈধ ও অবৈধভাবে প্রশাসনের বিভিন্ন সংস্থার অসাধু কর্মকর্তার নিয়মিত মাসোহারা দিয়ে পরিচালিত হচ্ছে প্রায় সাড়ে তিন শতাধিক ইট ভাটা । প্রতিটি ইট ভাটা তেই এমন ইট তৈরির আগেই পরিমাপে চুরির ঘটনা ঘটেই যাচ্ছিলো যা এমন চুরি এক প্রকার প্রচলিত রয়েছে বিরামহীন ভাবে
ইটের পরিমাপে কম থাকায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলি এলাকায় অভিযান পরিচালনা করে তিন ইট ভাটাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২১ ডিসেম্বর সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান নেতৃত্বে ওই অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও পুলিশের একটি টিম।
অভিযানে ইটের পরিমাপে কম হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক বক্তাবলী ব্রিকসকে ৫০ হাজার টাকা, মা ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা ও তোহা ব্রিকস ম্যানুফেকচারকে ৫০ হাজার টাকা, মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মো. সেলিমুজ্জামন বলেন, ‘ইটের সঠিক পরিমাপ হবে বিডিএস ২৮০: ২০০৯ অনুযায়ী যথাক্রমে 24X11.5X7 সেন্টিমিটার এবং ইটের উপরের নাম ফলকের পরিমাপ যথাক্রমে 13X5X1 সেন্টিমিটার।’









Discussion about this post