নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেটারি চালিত ইজিবাইক রিকসার চাপায় আসফিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় ইজিবাইকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ইজিবাইকটি পুলিশে দেয়।
শুক্রবার বিকেলে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের লাল মিয়ার চর এলাকায় এঘটনা ঘটে।
নিহত আসফিয়া একই ইউনিয়নের রামনগর সর্দার বাড়ির আল আমিনের মেয়ে
ফতুল্লা থানার এসআই ফজলুল হক জানান, বাড়ির কাছেই সড়ক দিয়ে হেটে নানার বাড়ি যাচ্ছিল আসফিয়া ও তার ছোট বোন মানসুরা। এসময় দ্রুতগামী বেটারি চালিত ইজিবাইক রিকশা আসফিয়াকে চাপা দেয় এবং মানসুরা ইজিবাইকের ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলেই আসফিয়া মারা যায় আর মানসুরাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়। এঘটনার পরপরেই ইজিবাইক চালক ইজিবাইক রেখে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ইজিবাইকটি স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। নিহতের পরিবার এঘটনায় কোন মামলা করবেনা এবং লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করবে। এই বিষয়ে আইনগত পক্রিয়ায় লাশ নিহতের পরিবারকে বুজিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, ৮ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা খানম ইজিবাইক চাপায় মৃত্যু হলেও থামানো যায় নাই অবৈধ ইজিবাইকের দৌড়াত্ম । সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক ইজিবাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলেও কোন ব্যবস্থা না নেয়ায় আবারো ঘটলো শিশু মৃত্যুর ঘটনা । নাহিদা বারিক অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অবস্থান নেবেন এমন ঘোষনার সাথে সাথেই ইজিবাইক বন্ধ করে দেয়া হকেই আজকে আর এই শিশুর মৃত্যুর ঘটনা ঘটতো না ।









Discussion about this post