নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামসহ আরো কয়েকজন চিকিৎসক এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
করোনা নিয়ে এতো তোলপাড়ের মধ্যে এবার নারায়ণগঞ্জ জেলা বিএমএ এর দীর্ঘদিনের কর্ণধার ডাঃ শাহনেওয়াজ চৌধুরী এবার করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পরেছে । ফলে তাকে বোববার ১২ এপ্রিল বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকা পাঠানো হয়েছে ।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুলসহ ৫ জন চিকিৎসক ছাড়াও নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের কয়েকজন নার্স, এম্বুলেন্স ড্রাইভার , ওয়ার্ড বয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন । এছাড়াও নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কয়েকজন।
করোনা ভাইরাস নিয়ে এমন আতংকের মধ্যে রোববার বিকেল চারটায় নারায়ণগঞ্জ শহরের পলি ক্লিনিক থেকে ডাঃ শাহনেওয়াজ চৌধুরীকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
ডাঃ শাহনেওয়াজ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ঢাকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসাদুজ্জামান ।
এ বিষয়ে বিস্তারিত জানতে শাহনেওয়াজ চেম্বারে বারবার যোগাযোগ করলেও কেউ কোন কথা বলতে রাজি হন নাই ।









Discussion about this post