২০১৬ সালের ২৭ আগষ্ট নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় শীর্ষ জঙ্গি নেতা তামিম চৌধুরী সহ ৩ জন নিহত হওয়ার ঘটনার পূর্ব ও পরে ব্যাপকভাবে সমালোচনার ঝড় উঠে নগরীর পাইকপাড়ায় ঘাটি রয়েছে জঙ্গিদের । এমন সমালোচনা আবারো সত্যতার প্রমাণ করলো র্যাব ।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
কারাগারে আটক সহযোগি জঙ্গিদের মুক্ত করার পরিকল্পনা, সংগঠনের কার্যক্রম চালানোর জন্য তহবিল সংগ্রহসহ নাশকতামূলক কর্মকান্ড সংঘটনের জন্য শহরের পাইকপাড়া এলাকায় ঘাঁটি করেছিলো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সদস্য।
গ্রেফতারকুতদের টার্গেটই ছিলো, জেলে আটদের মুক্ত করা এবং সদস্য সংগ্রহ করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা । এমন টার্গেটের স্বপ্ন ভেস্তে গেছে ৩০ ডিসেম্বর রাতে শহরের পাইকপাড়া এলাকায় র্যাব-১১ এর অভিযানে । আটক করা হয়েছে তাদের দুজনকে।
শহরের পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতারকৃত এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করে র্যাব। পরে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- আনিছুর রহমান ওরফে আজাদ ওরফে সাইফ আল আজাদ ওরফে আবু ওমর (২৫) এবং মাওলানা মুফতি আতিক উল্লাহ ওরফে আবু ইসমাইল ওরফে মানজুম আতিক (২৯)।
গত সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উগ্রবাদী বই, লিফলেটসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি ল্যাপটপও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই ব্যক্তি জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য ও দাওয়াতী শাখার সমন্বয়কারী। তারা জেএমবির আধ্যাত্মিক নেতা আতিকুল্লাহর মাধ্যমে জেএমবিতে যোগদান করে। ফেসবুকে গ্রুপ ও আইডি খুলে অনলাইনে বিভিন্ন অঞ্চলের জেএমবির সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের জিহাদী বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ গোপনে সংগঠিত হয়ে জেল হতে আটককৃত জেএমবির সদস্যদের মুক্ত করার পরিকল্পনা ও সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে ।’
এমন ঘটনায় পাইকপাড়া এলাকার অনেকেই র্যাবকে সাধুবাদ জানিয়ে কঠোর সমালোচনা করে বলেন , এবার র্যাব প্রমাণ করলো পাইকপাড়ায় আস্তানা রয়েছে জঙ্গিদের । এ জন্য এলাকার সকলকেই সজাগ দৃষ্টি রাখা উচিৎ ।









Discussion about this post