নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক মাদ্রাসার ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যুবকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেনির ছাত্রী। সোমবার রাতে শিশুটি নিজের রুমের ঘুমিয়ে থাকে। পরে কৌশলে তার চাচাতো ভাই রাব্বী মিয়া (২২) ওই ঘরে প্রবেশ করে তাকে মুখ বেঁধে ধর্ষণ করে। এতে সে অজ্ঞান হয়ে পরলে রাব্বী পালিয়ে যায়। দুপুর পর্যন্ত শিশুটি বিছানা থেকে উঠে না আসায় পরিবারের সদস্যরা ওই ঘরে গিয়ে শিশুটিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় বিছানায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানকার ডাক্তার তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
তিনি আরো বলেন, ‘ এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাব্বীকে আসামি করে মামলা দায়ের করেছেন। শিশুটি এখন সুস্থ আছে। পলাতক রাব্বীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’








Discussion about this post