নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের একটি মোবাইলের দোকানের মালিক সাইদ আহমেদ খান আকাশ (২০) ও স্টাফ জুয়েল বেপারীকে (২০) নামে দুই তরুণকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়া ঘটনায় জেলা পুলিশের একাধিক দল এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন শাহ পারভেজ সিদ্ধিরগঞ্জ ও হাইওয়ের সকল সড়কে ব্যরিকেট দিয়ে উদ্ধার করেছে অপহৃতদের ।
মঙ্গলবার বিকেলে অপহৃতদের উদ্ধারের পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করা হলে বেড়িয়ে আসে ভিন্ন চিত্র । ফিল্মী ষ্টাইলে কাউন্টার টেররিজমের একটি টিম এমন অপহরণের ঘটনা ঘটালেও নারায়ণগঞ্জ জেলা পুলিশের কোন কর্মকর্তাদের অবহিত না করায় পুলিশের শীর্ষ পর্যায়ে এ নিয়ে চলছে নানা আলোচনা ।
এমন তথ্য নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন শাহ পারভেজ ।
পরবর্তীতে এ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ডিবি নয় জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই তরুণকে আটক করে নিয়ে যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজমের একটি ইউনিট। সংশ্লিষ্ট অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে জিম্মায় ছেড়ে দেয়া হয়।
বুধবার (১৫ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১৩ মে) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার বদরুদ্দীন শপিং টাওয়ারের নিচতলার আকাশ টেলিকম নামে একটি মোবাইলের দোকান থেকে নগদ টাকাসহ নিখোঁজ হন তারা। এ ঘটনায় নিখোঁজ আকাশের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জের একটি মোবাইলের দোকানের মালিক সাইদ আহমেদ খান আকাশ (২০) ও স্টাফ জুয়েল বেপারীকে (২০) নামে দুই তরুণকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছিল। পরবর্তীতে এ ঘটনার তদন্তে নেমে সিদ্ধিরগ্ঞ্জ থানা, ডিবি পুলিশের একাধিক টিম ব্লক রেউড ও ব্যরিকেট দিয়ে অপহৃতদের উদ্ধার করে । একই সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজমের একটি ইউনিটের এই দলটিকে নিয়ে আনা হয় জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের দপ্তরে । চলে বিস্তর জিজ্ঞাসাবাদ । পরিশেষে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শক্রমে আটককৃতদের জিম্মায় দেয়া হয় পরিবারের কাছে ।
নাম প্রকাশ না করার অনুরোধে পুলিশের এক কর্মকর্তা বলেন, এ বিষয়টি স্বরাস্ট্র মন্ত্রনালয়, আইজিপি অফিস ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজমের ইউনিট ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে ।









Discussion about this post