নারায়ণগঞ্জের আলোচিত ওসমান পরিবারের প্রয়াত সদস্যদের কবরস্থানে শ্মশানের পোড়া মাটি রাখায় চরমভাবে ক্ষোভ করেছেন সংসদ সদস্য শামীম ওসমান নিজেই ।
নারায়ণগঞ্জ মহানগরীর মাসদাইর করবস্থানে উপস্থিত হয়ে শ্মশানের মাটি কবরস্থানে রাখায় ক্ষোভ প্রকাশ করে ৪৮ ঘণ্টার মধ্যে সেটি সরিয়ে নিতে আল্টিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
সোমবার (৯ আগস্ট) বিকেলে ক্ষোভ প্রকাশ করে তিনি। এ সময় বাবা-মাসহ স্বজনদের কবর জিয়ারত করেন তিনি।
শামীম ওসমান বলেন, ২৭ জুলাই (মঙ্গলবার) আলী আহম্মেদ চুনকার সাহেবের স্ত্রীর কবর জিয়ারত করতে আসি কবরস্থানে। ওই সময় দেখি শ্মশান সংস্কারের কাজ চলছে। আজ এসে দেখি আমার আব্বা-আম্মা, ভাইয়া ও দাদির কবরের ওপর মাটির স্তূপ।
সংসদ সদস্য শামীম ওসমান বলেন, এ কবর আমি নিজ হাতে বানিয়েছি। আজকে আমার কাছে মনে হচ্ছে ব্যর্থ সন্তান আমি। সবার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই এ ধরনের কাজ কেউ মেনে নিবেন ? এটা ইবলিশের কাজ। শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে এ কাজটি সংগঠিত করেছে।
তিনি বলেন, এ অবস্থা দেখার পর আমি গাড়িতে একা বসেছিলাম। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি নারায়ণগঞ্জ বাসীকে বলতে চাই দয়া করে আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না। আমি জানি জনগণের সঙ্গে আমার সম্পর্ক কতটুকু। এমনিতেই চারদিকে মৃত্যুর মিছিল। এর মধ্যে এ অমানবিক কাজ।
কবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা জাকারিয়া বলেন, এটা শ্মশানের মাটি কিনা আমি নিশ্চিত না। তবে ঠিকাদাররা শ্মশান ও কবরস্থানের উন্নয়ন কাজ করেছেন।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার মো. মামুন বলেন, কবরস্থানে শ্মশানের মাটি ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। শ্মশান সংস্কারের সময় মাটি রাখা হয়েছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে মাটি এখানে চলে এসেছে ।
এ সময় সংসদ সদস্য শামীম ওসমান ঠিকাদার মামুন মিয়া কে ডেকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, আপনার বাবা মায়ের কবরে কি আপনি শ্মশানের মাটি রাখতে দিবেন ?

একই প্রশ্ন ছুড়ে দিয়ে শামীম ওসমান কবরস্থানের দায়িত্বে থাকা সকলকে জিজ্ঞেস করেন ।
ক্ষোভ প্রকাশের পর সকল কবরবাসীর জন্য দোয়া প্রার্থনা করেন শামীম ওসমান ।









Discussion about this post