নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশে করোনা ভাইরাস প্রকোপ বৃদ্ধির কারণে ফের দেখা দিয়েছে নানা আতংক।
এমতবাস্থায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের ধাক্কা সামলাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮টি নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন জুমের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
জুম সভায় আরো অংশগ্রহণ করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ- ৩আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহামদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
সভায় আরও অংশগ্রহণ করেন সকল পৌরসভার মেয়রবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ সহ সকল সংশ্লিষ্ট সকল সভ্যবৃন্দ।
সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়-তা হলো-সকল ধরণের জনসমাগম ও বিয়ে জন্মদিনসহ অন্যান্য সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় অনুষ্ঠান সকল ধরণের মেলা আয়োজন সীমিত করতে হবে ও প্রয়োজনে বন্ধ রাখতে হবে,মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্য বিধি প্রতিপালন করতে হবে, পর্যটন/বিনোদন কেন্দ্র/ সিনেমা হল/ থিয়েটার হল/ শপিং মল যাতায়াত সীমিত করতে হবে এবং নিরুৎসাহিত করা হবে, হোটেল-রেঁস্তোরাসমূহে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ প্রবেশ করতে পারবে না, গণপরিবহণে স্বাস্থ্য বিধি মেনে ধারণ ক্ষমতার ৫০ ভাগ যাত্রী পরিবহন করতে হবে, ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্ত:জেলা যান চলাচল সীমিত করতে হবে ও প্রয়োজনে বন্ধ করা হবে, করোনা আক্রান্ত/লক্ষণ যুক্ত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তি এবং বিদেশ হতে আগত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে,সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে, যে কোন ধরণের গণ পরীক্ষায় যথাযথ স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হবে,সভা সেমিনার কর্মশালা অনলাইনে আয়োজন করতে হবে, ঘরের বাইরে অপ্রয়োজনীয় আড্ডা এবং রাত ১০ টার পর ঘরের বাইরে বের হওয়া বন্ধ থাকবে, সরকারি-বেসরকারি অফিস ও শিল্পকারখানায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্য বিধি প্রতিপালন করে ৫০ ভাগ জনবল দ্বারা কার্যক্রম পরিচালনা করতে হবে,গর্ভবতী/অসুস্থ/৫৫উর্ধ্ব কর্মকর্তা কর্মচারী বাড়িতে বসে কর্ম সম্পাদন করবেন, জরুরী প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্য বিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, জরুরী নিত্য প্রয়োজনীয় দ্রব্য খোলা উন্মুক্ত স্থানে স্বাস্থ্য বিধি মেনে ক্রয় বিক্রয় করতে হবে, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও ঔষধের দোকানে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্য বিধি প্রতিপালন করতে হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, এসব নির্দেশনাা পালনে প্রশাসন ইতমধ্যে জেলায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন সজাগ রয়েছে।









Discussion about this post