শামীম ওসমান রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিচ্ছে। সে মাইক লাগিয়ে একটা বলে দিবে এটা সত্য হয়ে যাবে এটা ভাবার সুযোগ নাই। রাব্বানীর ছেলে কাজল হলেন ওসমান পরিবারের অন্যতম সহযোগি। এ কাজলকে এখন সাবান দিয়ে ধুয়ে পরিস্কার করতে হবে।
এভাবেই নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর নিহত মেধাবী তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি ৮ মার্চ রাতে নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট এলাকাতে তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকান্ডের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে শীতলক্ষ্যায় আলোর ভাসান অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, ত্বকী হত্যার পর পুলিশের কাছে দেওয়া এজাহারে কারো নাম উল্লেখ করি নাই। কারণ আমি চাই নাই এটা নিয়ে রাজনীতি হোক। তখন আমাকে অনেক সুহৃদ স্বজন ও সংস্থা থেকে বলেছেন এটার সঙ্গে ওসমান পরিবার জড়িত। কিন্তু আমি কারো নাম বলি নাই। কারণ বললে বিচারটি বাধাগ্রস্ত হতো। ২০১৩ সালের ১৩ মার্চ যখন গোয়েন্দা সংস্থা হতে আমাকে গোয়েন্দা সংস্থা হতে নাসিম ওসমান ও আজমেরী ওসমানের টেলি সংলাপ শুনি তখনই আমি নিশ্চিত হই যে ওসমান পরিবার জড়িত। তখনই আমি শহীদ মিনারে বলি ত্বকীকে শামীম ওসমান ও তার পরিবারের লোকজন হত্যা করেছে। এর পরেই আমি পুলিশ সুপারকে অবগত করি যে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান জড়িত।
তিনি বলেন, শামীম ওসমানের কাছে একটি বাস্ক থাকে সব সময়ে। যতকিছু মৃত্যু, খড়া, হতাশা এ প্যান্ডোরার এ বাক্সের মধ্যে রাখেন। বিভিন্ন সময়ে একটা দুইটা করে বের করেন। তিনি মনে করেন এটা তার রক্ষাকবচ। কিন্তু এটা তাকে মৃত্যুর ঠিকানাতে নিয়ে যাবেন।
৮ মার্চ রাতে নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট এলাকাতে তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকান্ডের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে শীতলক্ষ্যায় আলোর ভাসান অনুষ্ঠানে মেয়র আইভী এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।









Discussion about this post