প্রত্যেক দেশেই বিভিন্ন বিশেষ দিনে মানুষের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়ে থাকে। তবে পোষা প্রাণীদের জন্যও যে সরকারি ছুটি ঘোষণা করা হতে পারে তা হয়তো অনেকের ধারণাই ছিল না।
এমনই ঘটেছে তুর্কমেনিস্তানে।
সেখানে একটি বিশেষ জাতের কুকুরের জন্য ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি।
এই কাণ্ড ঘটিয়েছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবানগুলি বার্দিমুখামেদভ। প্রাণীর প্রতি ভালোবাসার জন্য বিশেষ খ্যাতি রয়েছে তার।
জানা গেছে, মধ্য এশিয়ার শেফার্ড প্রজাতির কুকুরের একটি বিশেষ জাত হলো অ্যালাবে। গুরবানগুলির খুব পছন্দের।
এ জাতের কুকুরকে তুর্কমেনিস্তানের জাতীয় ঐতিহ্য বিবেচনা করেন তিনি। তাই ঐতিহ্য রক্ষায় এই কুকুরের প্রতিপালনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে চান তিনি। এ জন্যই এই জাতের কুকুর নিয়ে এই রাষ্ট্রীয় আয়োজন ও সরকারি ছুটি।
কদিন আগে তুর্কমেনিস্তানে অ্যালাবে জাতের কুকুরকে সম্মান জানাতে আয়োজন করা হয় বিশেষ এক অনুষ্ঠানের। সেই আয়োজনকে ঘিরেই দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অ্যালাবে কুকুর নিয়ে একটি প্রদর্শনীও হয়। সঙ্গে ছিল প্রতিযোগিতার আয়োজন। সৌন্দর্য ও ক্ষিপ্রতার ভিত্তিতে অ্যালাবে কুকুরদের থেকে সেরাটিকে নির্বাচন করেন বিচারকরা।
খবর জি নিউজের









Discussion about this post