নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
জেলার সদর উপজেলার ফতুল্লার ক্রাইমজোন ও মাদকের আস্তানা কাশিপুরে একের পর এক হত্যা, ক্রসফায়ারের পর থানানো যায় নাই মাদক ব্যবসায়ীদের আস্ফালন ।
কাটায় কাটায় দুই মাস পূর্বে কুক্ষাত মাদক ব্যবসায়ী ও একাধিক হত্যা মামলার আসামী তুহিন র্যাবের সাথে ক্রসফায়ারে মারা গেলেও ১৮ নভেম্বর রাত ১১ টায় তুহিনের রেখে যাওয়া গুলিভর্তি অস্ত্র এবার উদ্ধার করলো ফতুল্লা থানার দারোগা মিজান ।
ফতুল্লা থানার কাশিপুর গোলামের ডাইং এলাকায় বালির নিচে লুকিয়ে রাখা অবস্থায় অবৈধ আগ্নেয়াস্ত্র টি উদ্ধার করলে রাতেই পুরো কাশিপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
এমন ঘটনায় ফতুল্লা থানার উপ পরিদর্শক মিজানুর রহমান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, শাকিল হত্যা মামলার প্রধান আসামী তুহিন ক্রসফায়ারে মারা গেলেও তার অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে যায় তারই মাদক সাম্রাজ্যের সেকেন্ড ইন কমান্ড হৃদয় ওরফে চক্ষু হৃদয় (২৮) কে গ্রেফতারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই সে স্বীকার করে তার কাছে রয়েছে তুহিনের সেই অস্ত্র।
এ সময় মিজানুর রহমান আরো বলেন, মাত্র অস্ত্রটি উদ্ধার করেছি । সিজার লিষ্ট করছি । বিস্তারিত পরে জানাতে হবে।









Discussion about this post