নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
“আমি ঢাকা জেলা ও দায়রা জজ শরিফুল ইসলামের ভাই। আমি গার্মেন্টস মালিক । আমাকে কে কি করতে পারে” – এমন আচরণ করে পুরো মদ্যপ অবস্থায় নারায়ণগঞ্জ ক্লাবের গেইটে জেলা পুলিশের এক কর্মকর্তার স্ত্রীর সাথে ইভটিজিং ও অশোভন আচরণ করে হাতেনাতে ধরা পরে পুলিশের হাতেই ।
ঘটনাটি ঘটেছে বর্ষবরণের প্রথম লগ্নে ১ জানুয়ারী মধ্যরাত ১২ টা ০৫ মিনিটের সময় ।
পুলিশের উর্ধতন কর্মকর্তার স্ত্রীর সাথে এমন আচরণের পর উপ পরিদর্শক শাহাদাত হোসেন মাতাল অবস্থায় আটক করে এক যুবক কে গ্রেফতার করে থানায় নিয়ে আনার সাথে সাথেই শহরের আমলাপাড়ার প্রয়াত তারু সর্দারের ভাতিজা পরিচয় দিয়ে আরো দুই বখাটে মাতাল অবস্থায় থানায় এসে আটককৃতকে ছাড়াতে চেষ্টা চালানোর এক পর্যায়ে পালিয়ে যায় তদ্বিরকারী বখাটেরা ।
খোজ নিয়ে জানা যায়, আটককৃত বখাটে নাম সাকিল মৃধা (২৮)। তার বাবার নাম কামাল মৃধা। তার বাড়ী দেওভোগ আখড়া এলাকা হিসেবে পরিচয় দিলেও পরে খোজ নিয়ে জানা যায় সাকিল কাটা কাপড়ের ব্যবসা করে। এবং সে একজন প্রতারক ৷ মারাল ও লম্পট । তার প্রকৃত ঠিকানা মুন্সীগঞ্জের টংগিবাড়ি থানার আড়িয়ল এলাকায় হলেও সে নিজেকে যুগ্ম জেলা ও দায়রা জজ শরিফুল ইসলামের ভাই পরিচয় দিয়ে আসছিলো ।
এ ঘটনায় উপ পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, এই মাতাল ও ইভটিজার সাকিলের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবেন তা আমি বলতে পারবো না।









Discussion about this post