ক্লুলেস হত্যাকান্ডের ঘটনায় মাত্র ৫ দিনের মধ্যে গ্রেফতারকুত হত্যাকারী মো. লাল মিয়া ওরফে লালু (২৫), মো. ইয়াছিন ওরফে পপো (১৮), মো. শাহীন (২৬) ও মো. নাজমুস সাকিব ওরফে অনিক (১৫) কে নারায়ণগঞ্জ আদালতে উপস্থাপনের পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়ে কার্টুন বোঝাই করা একটি ট্রাক । ৩১ ডিসেম্বর দিবাগত শেষ রাতের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ট্রাক চালকের মোবাইল, টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে । পরে চালককে হাসপাতাল নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয় । ছিনতাইকারীদের এমন ঘটনার কোন ক্লু না থাকলেও শেষ পর্যন্তআধুনিকত প্রযুক্তির কারণে ধরা পরে খুনিরা !
এমন নৃশংস হত্যাকান্ডের মাত্র ৫ দিনের মধ্যে ৪ জনকে চিহ্নিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে বরিশালের পটুয়াখালি ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে চার হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ ।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
মহানগরের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় চার খুনীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৬ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক, পরিদর্শক (তদন্ত) আজিজুল হক ও পরিদর্শক (অপারেশন্স) রুবেল হাওলাদার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, গত শনিবার (৫ জানুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন্স) রুবেল হাওলাদারের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোমেন আলম সঙ্গীয় ফোর্স গোপন সূত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুনীদেরকে পটুয়াখালী জেলা সদরের নন্দীপাড়া গ্রাম ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- পটুয়াখালী জেলা সদরের নন্দীপাড়া গ্রামের খলিফা বাড়ীর মৃত হাসান খলিফার ছেলে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোডের চাঁনমিয়া সওদাগরের বাড়ীর ভাড়াটিয়া লাল মিয়া ওরফে সাগর ওরফে লালু (২৫), নোয়াখালী জেলার চাটখিল থানার মমিনপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর মসজিদ গলির নয়নের বাড়ীর ভাড়াটিয়া ইয়াছিন ওরফে পপো (১৮), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পারাজার গ্রামের মাসুক মিয়ার ছেলে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়ীপাড়া এলাকার বিপ্লবের বাড়ীর ভাড়াটিয়া শাহীন (২৬) ও কিশোর অপরাধী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার রসুলবাগ শাপলা চত্ত্বর এলাকার হাসেম বেপারীর বাড়ীর ভাড়াটিয়া আজিজুল হাকিমের ছেলে নাজমুস সাকিব ওরফে অনিক (১৫)।
এরআগে গত বুধবার (১ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে একটি পণ্য বোঝাই কাভার্ডভ্যান ঢাকার আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের ইউটার্নে চট্টগ্রামগামী লেনে বিক্রমপুর বোর্ডংয়ের সামনে একজনকে সাথে নেয়ার জন্য দাড়ালে ছিনতাইকারীদের কবলে পরে চালক ও হেলপার।
এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালক সিরাজুল ইসলাম গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত চালক সিরাজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ওইদিনই হেলপার রাজু বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
আদালতে চার ছিনতাইকারীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর আদালতের বিজ্ঞ বিচারকগণ অপরাধের দ্বায় স্বীকারের পর কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে । আদালতের আদেশে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান ।









Discussion about this post