শামীম ওসমান বলেছেন, সাংবাদিকরা ভাবছেন আমি অন্য কিছু বলবো। কিন্তু আমি আজকে অন্য কোন কিছু বলবোনা নৌকা বাইচ নিয়েই বলবো। আমরা মনে করি আমাদের যেই স্লোগান ভাড়া করে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গসহ সব জায়গায়। আমি নারায়ণগঞ্জের ছোট্ট একটা মানুষ বলছিলাম এক সময় খেলা হবে, ওই খেলা আজকে হয়েছে। আজ প্রথম দেখেছি। খেলাটি দেখে আনন্দ লেগেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে ডিক্রিরচর গুদারাঘাট এলাকায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য নদীর দুই পাড়ে প্রচুর মানুষ ছিলো। তার মধ্যে অনেক যার যার ইউনিয়ন পর্যায় প্রতিযোগিতাদের উৎসাহ দেয়ার জন্য। সত্য কথা বলতে হয় যদি আমরা ন্যায় বিচার প্রকৃতভাবে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে বলা মুশকিল। এর মধ্যে কিছু কিছু লোক আছে যারা আমার মত চতুর তারা শেষ পর্যন্ত যায় নাই। তারা অর্ধেক অবস্থা ফিরে চলে আসছে। তারা একটু বুদ্ধিমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রিফাত ফেরদৌস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাত, টুর্নামেন্ট কমিটির সদস্য কোহিনুর আক্তার, রুবাইয়া খানম, আবুবকর সরকার, মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এম শওকত আলী, এনায়াতে নগর ইউনিয়নের চেয়াম্যান আসাদুজ্জামান আসাদ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, আলীরটেক ইউনিয়নের চেয়াম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়নের চেয়াম্যান ফজর আলী, কুতুবপুর ইউনিয়নের চেয়াম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।









Discussion about this post