নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার টাকা চাওয়ার ফোনালাপ ফাঁস প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের কাছে মনে হয়েছে আরও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি।
সোমবার (৩ জানুয়ারি) রাতে ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে আয়োজিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিষয়টি আমরা যতটুকু শুনেছি তিনি নির্বাচনের জন্য টাকা চান নাই বা আমাদের প্রার্থী আইভী রহমানের কোনো অর্থ চাননি। যার কাছে টাকা চেয়েছে তিনি মক্কেল। মক্কেলের কাছে অর্থ চাইতেই পারেন। এর বাইরে আমরা এখন পর্যন্ত কিছু পাচ্ছি না।
তিনি আরও বলেন, বাইরে আমরা যেটা পাই ডা. সেলিনা হায়াৎ আইভী কোনো নির্বাচনেই কোনো ব্যবসায়ীদের কাছ থেকে কোনো অর্থ নিয়ে নির্বাচন করে নাই, এবারও করবে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে (নাসিক) কেন্দ্র করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর কাছ থেকে ৫ লাখ টাকা চাওয়ার ফোনালাপ ফাঁস হয়েছে। যা নিয়ে গত কয়েকদিন ধরে শহরজুড়ে তোলপাড় চলছে।









Discussion about this post