নারায়ণগঞ্জের র্যাব-১১ এর পৃথক ৩টি অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৪৪ বোতল ফেনসিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪ অক্টোবর রাত ১০ টার দিকে র্যাব-১১ এর একটি টিম নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রুপসী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান (২৭)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৬ কেজি গাঁজা এবং ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ১৪ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে
র্যাব-১১ এর অপর একটি টিম সোনারগাঁও থানার নয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন (৩৮)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ১৪ অক্টোবর রাত ৯টার দিকে র্যাব-১১ এর অপর একটি টিম সিদ্ধিগঞ্জ থানার মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ ইকবাল (৩১), মোঃ জাকির হোসেন (৩৯) এবং মোঃ জাকির হোসেন (২৮)। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ১৫ অক্টোবর বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান পৃথক ৩টি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতর মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক দ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। উপরোক্ত বিষয়গুলোতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post