জাতীয় পার্টির সংসদ সদস্য আলহাজ্ব সেলিম ওসমান কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সহধর্মিণী নাসরিন ওসমানের নামে ভবন উদ্বোধন অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর নির্বাচনের সেই বিখ্যাত প্রতীক ‘নৌকা’ কে গাঞ্জার নৌকা বলে মন্তব্য করায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে । নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের অনেক নেতা তাৎক্ষনিক মন্তব্য করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে দেয়া নৌকা প্রতীক কে কি করে সংসদ সেলিম ওসমান “গাঞ্জার নৌকা” বলার দুঃসাহস দেখালেন ? কার বদৌলতে তিনি ( সেলিম ওসমান) আজ সংসদ সদস্য ?
এমন প্রশ্ন নারায়ণগঞ্জের অনেকের মুখে উচ্চারিত হচ্ছে ।
নারায়ণগঞ্জ সদর আসনের বন্দর উপজেলার আওয়ামী লীগের সেক্রেটারী কাজিমউদ্দিনের সমালোচনা করে এমপি সেলিম ওসমান বলেছেন, একজন কলাগাছিয়াতে নির্বাচন করছেন।
কলাগাছিয়াতে গাঞ্জার নৌকা তাল গাছে উঠাতে চাচ্ছেন। ওনার বুঝা উচিত আজকে চেয়ারম্যান বানালে কয়েকদিন পরেই থাকবে না। আজকে ১২৬৫ জন শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ নাগরিক। কোন লুটেরাকে চেয়ারম্যান বানিয়ে কোন লাভ হবে না। গাঞ্জার নৌকা কখনো তাল গাছে উঠবে না। কলাগাছিয়াতে লাঙল প্রতীকে দেলোয়ার হোসেন নির্বাচন করছেন। আমি কোন চোরের কথা বলছি না। একজন সংসদ সদস্য কোন নির্বাচনের কথা বলতে পারবেন না। কলাগাছিয়াতে দেলোয়ার হোসেন জিতলে আরো বেশী উন্নয়ন করবো। আমি তাই দেলোয়ারকে চাই।
২৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ গার্লস স্কুলে ‘নাসরিন ওসমান’ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম ওসমান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি শিক্ষার্থীদের বলবো তোমরা এহসানউদ্দিনের জন্য চেষ্টা করবে। তাকে যেন জয়ী করা হয়। মুছাপুরে মাকসুদকে লাঙলে ভোট দিবেন। মদনপুরে সালামকে আমার দরকার। ধামগড়ে নৌকার মাসুমকেও আমার দরকার। আলীরটেকের জাকির হোসেন নৌকার। গোগনগরে জসিমউদ্দিন একজন কুখ্যাত ব্যক্তির সঙ্গে নির্বাচন করছেন।
সেলিম ওসমান বলেন, আমরা শেখ হাসিনার নৌকা। আমরা গাঞ্জার নৌকা না।
বন্দরের নবীগঞ্জ গার্লস স্কুলে ‘নাসরিন ওসমান’ ভবন উদ্বোধন অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এমন বিতর্কিত রাজনৈতিক মন্তব্য ও খোদ শেখ হাসিনার ‘নৌকা’ নিয়ে আপত্তিকর বক্তব্য বিভিন্ন অনলাইনে প্রচার হলে শুরু হয় আলোচনা সমালোচনার ।









Discussion about this post