‘আওয়ামী লীগে অনেক লেবাসধারী ঢুকে পড়েছে। যার গোষ্ঠীতে কেউ দেয় নাই নৌকায় ভোট সে পড়ে মুজিব কোট। এগুলোকে দল থেকে বিদায় করতে হবে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্র পূর্বেও ছিলো, এখনো আছে। তাই ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে সদা প্রস্তুত থাকতে হবে’।
এভাবেই কঠোর ভাষায় দলের ভিতর অনুপ্রবেশকারীদের নিয়ে সমালোচনা করেভহেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু ।
জেল হত্যা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩ নভেম্বর মঙ্গলবার মাগরিবের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের চৌড়াপাড়া সোমবাড়িয়া বাজারে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আনিসুর রহমান দিপু বলেন, ‘বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সবাইকে শেখ হাসিনার পাশে থাকতে হবে এবং তাকে বারবার সমর্থন যুগিয়ে যেতে হবে। কিন্তু সুবিধাবাদী, হাইব্রীড ও কাউয়ারা আওয়ামী লীগে ঢুকে দলের সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন আহম্মেদ, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাভোকেট আল-আমিন মোল্লা, অ্যাডভোকেট জসীম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল ভূঁইয়া ও মিজানুর রহমান, ২৫নং ওয়ার্ড যুবলীগ নেতা আক্তার হোসেন, জাতীয় পার্টি নেতা শাওন, সাগর, ইমরান সাউদ, যবুলীগ নেতা সৈয়দ আহম্মেদ, আওয়ামী লীগ নেতা শাহজালাল শাহা, রাশেদুল হাসান রনী ও আজাদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।









Discussion about this post