নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
পুলিশকে মারধর করার ঘটনায় আটককৃত সহোদর বিনয় ও তন্ময়কে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর পর আদালতের বিজ্ঞ বিচারক হুমায়ুন কবির ২৯ এপ্রিল সোমবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে কারাগারে পাঠানের আদেশ দেন ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কোর্ট পুলিশের ইন্সপেক্টর হাবিবুর রহমান ও সহকারী উপ পরিদর্শক সীমা রানী ।
শনিবার ২৭ এপ্রিল দুপুরে শহরের চাষাঢ়ায় সোনালী ব্যাংকের সামনে ট্রাফিক পুলিশকে মারধর করায় অভিযোগে সহোদর বিনয় ও তন্ময়কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ ।
পরে ট্রাফিক পুলিশ সোহেল রানা বাদী হয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছে ।
গ্রেফতারকৃতরা শহরের মিশনপাড়া এলাকার সৌরভ দেউলীর ছেলে ।
সদর মডেল ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান বলেন, শনিবার দুপুরে চাষাঢ়া মোড়ে সোনালী ব্যাংকের সামনে সিএনজি অটো রিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ -৪২-২৬৩৮) ধাক্কা লাগলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। এসময় ট্রাফিক পুলিশ তাদের দুটি যানকে রাস্তা থেকে সরিয়ে এক পাশে নিতে বলেন।
এতে প্রাইভেটকারে থাকা বিনয় ও তন্ময় ক্ষিপ্ত হয়ে ট্রাফিক পুলিশ সোহেল রানাকে মারধর করে টেনে হেচড়ে গাড়ীতে তুলে নেবার চেষ্টা করে। এসময় পথচারীরা পুলিশ সদস্যকে গাড়ী থেকে নামিয়ে এনে আটক করে পুলিশে খবর দেয় । পথচারীরা বিনয় ও তন্ময়কে আটকে পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর শরফুদ্দিন বলেন, এই চাষাড়ায় কি করে পুলিমকে মারধর করে আবার গাড়ীতে তুলে নেয়ার সাহস পেলো এই যুবকরা তা বোধগম্য নয় । খবর পেয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা তাদের তানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে ।
(ছবি : প্রতিকী)









Discussion about this post