নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রাজমিস্ত্রী রুবেল হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লা থানার পশ্চিম ইসদাইরের শারজাহানের পুত্র রাব্বি (২৪) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ইছাপুরার শেখ রফিকের পুত্র ও ইসদাইর বাজারের মাস্টারের বাড়ির ভাড়াটিয়া আরিফ শেখ ওরফে কেটু (২০)।
গ্রেফতারকৃতরা রুবেল হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তাদেরকে ফতুল্লা থানার ইসদাইর থেকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুবেল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা থানার উপ-পরিদর্শক এস এম শামীম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে ইসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেল হত্যা মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামী রাব্বি ও আরিফ শেখ ওরফে কেটুকে গ্রেফতার করে।
জানা গেছে, চলতি বছরের জুন মাসের ২৮ তারিখ সন্ধ্যায় নিহত রুবেল তার পরিচিত রনিকে সঙ্গে নিয়ে জামতলাস্থ ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়। রাত দশটার দিকে ইসদাইর বাজারস্থ জয়যাত্রা ক্লাবের সামনে পৌছামাত্র স্থানীয় দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপের সংঘর্ষের মধ্যে পরে নিহত হয় রাজমিস্ত্রী পথচারী রুবেল।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ঘটনার একদিন পর ২৯ জুন ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শামীম জানায়, মঙ্গলবার রাতে ইসদাইর থেকে রুবেল হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামি রাব্বি ও আরিফ শেখ ওরফে কেটুকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, এ হত্যা মামলার আরো ১৪ জন গ্রেফতার করা হয়েছিলো। সর্বশেষ দুইজন নিয়ে মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।








Discussion about this post