নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির বাসায় এসেছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান।
মঙ্গলবার (২ নভেম্বর) তিনি রনির মাসদাইরের বাসায় আসেন। ওই সময়ে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, নাহিদ হাসান ভূইয়া, শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ১ নভেম্বর সোমবার বিকেলে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বের হন। এর আগে আদালত তাকে জামিন প্রদান করেন।
গত ২১ আগস্ট রনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার পর তাকে আটকের তাকে সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় দায়েরকৃত ৩টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। পরে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে জামিনে মুক্তির পর রনিকে মোটর শোভাযাত্রায় করে মাসদাইরের বাসায় নেওয়া হয়। সেখানে আগে থেকে থাকা নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।









Discussion about this post