দেশে সম্প্রসারিত টিকা কার্যক্রমের ষষ্ট দিন আজ ১২ আগষ্ট বৃহস্পতিবার । প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালের আলো ফুটে উঠার আগে থেকেই অনেকেই ভীড় করেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের । সকালের সূর্য উঠার সাথে সাথেই পাল্লা দিয়ে বাড়তে থাকে টিকা গ্রহণের জন্য আসা হাজারো মানুষের ভীড় । জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মূল ভবনের নীচতলা থেকে শুরু করেে এই লম্বা লাইন ঠেকেছে নগরীর বঙ্গবন্ধু সড়কস্থ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গেইট পর্যন্ত। সকাল সাতটা কুড়ি মিনেটের এমন দৃশ্যই অনুমান করা যায় আজ বৃহস্পতিবার কতটা ধকল সৃষ্টি হবে হাসপাতালে।
নারী ও পুরুষদের আলাদা দুটি লাইনে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন হাজারো মানুষ।
নগরীর বউ বাজার এলাকার মাছ বিক্রেতা কার্তিক দাস এই লাইনে দাঁড়িয়েছে ভোর ৬ টার দিকে। টিকাদান শুরুর সময়ের আগেই লাইনে দাঁড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এত দিন টিকা নেওয়ার কথা মাথায় আসেনি। এখন নিজের টিকা নিতে হবে বলে সকলেই বলছেন, টিকা যেহেতু নিতেই হবে তাই লাইনে দাড়িয়ে আছি। সবাই বলছে সহজেই টিকা দেওয়া যাচ্ছে। এ জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আগে দাঁড়ালে আগে টিকা ভাবেন—এ আশায় তিনি সকাল ছয়টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন বলে জানান।

টিকার লাইনে তরুণ, মধ্যবয়সী, বৃদ্ধসহ নানা বয়সী মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। বেশির ভাগই নিম্ন আয়ের কর্মজীবী মানুষ। তাঁদের মধ্যে রয়েছে মুদি দোকানদার, সবজি বিক্রেতা, মাছ ব্যবসায়ী ও গৃহকর্মী।
৬০ বছরের সাহাদাৎ মোল্লা লাইনে না দাঁড়িয়ে সড়ক বিভাজকের ওপর বসে ছিলেন। জানান, লাইনে তিনি নিজের জায়গাটি ঠিক করে এসেছেন। অন্যদের বলেছেন টিকাদান শুরু হলে ও লাইন সামনে এগোলে তাঁকে জানাতে। বয়সের কারণে তিনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েছেন।
সম্প্রসারিত কর্মসূচির প্রথম দিনে গত শনিবার দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন মানুষ। গ্রাম, ছোট শহর ও মহানগরের অনেক কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। গত কয়েকদিন নাারয়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ দেশের বিভিন্ন জায়গায় টিকার জন্য মানুষের ভিড় দেখা গেছে।









Discussion about this post