নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্যানেল মেয়র-২, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ভ্যাকসিন নেয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন।
বর্তমানে তিনি রাজধানী ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। এর আগে ১০ মার্চ তিনি করোনার টিকা গ্রহণ করেন।
নাসিক প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি মুঠোফোনে জানান, গত ১০মার্চ করোনার টিকা নেয়ার একদিন পর থেকেই সর্দি ও জ¦রে আক্রান্ত হন। সাধারণ জ¦র, ঠান্ডা মনে করে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার (১৯ মার্চ) তিনি করোনা পরীক্ষা করান।
শনিবার পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এদিন দুপুরে তিনি ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।









Discussion about this post