নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩১ প্রাণহানির ঘটনায় গঠিত তিতাস গ্যাস কোম্পানির তদন্ত কমিটি আজ (বৃহস্পতিবার) ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে ।
তদন্ত কমিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
তিনি বলেন, ‘তদন্ত কমিটির প্রধান অন্য সদস্যদের নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সচিবালয়ের দফতরে এসে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করবেন।’
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজ চলাকালীন বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণের কথা বলা হলেও পরবর্তীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন এবং মসজিদের ভেতর জমা হওয়া গ্যাসে এ বিস্ফোরণ ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৩১ জন মৃত্যুবরণ করেন। আহত হন আরও ১১ জন।
বিস্ফোরণের পর তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে প্রধান করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
বিস্ফোরণের তিন দিন পর ৭ সেপ্টেম্বর তিতাস কোম্পানির নারায়ণগঞ্জর ফতুল্লা জোনের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। বিস্ফোরণের ঘটনায় প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি পৃথক তদন্ত কমিটি গঠন করলেও কেউই এখনও তাদের প্রতিবেদন দাখিল করতে পারেনি। জেলা প্রশাসনের তদন্ত কমিটি দুই দফায় সময় বাড়িয়েছে।
তবে আজ বৃহস্পতিবার তিতাস তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন তিতাসের নির্ভরশীল একটি সূত্র ।









Discussion about this post