নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যুর মিছিলে ঠাই হয়েছে ৩৪ জন মুসুল্লীর ।
এমন ঘটনায় পৃথকভাবে গঠন করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে তিতাস, বিদ্যুৎ ও মসজিদ কমিটির দ্বায়িত্ব অবহেলায় এমন ঘটনা ঘটেছে ।
প্রতিবেদন দাখিলের পরপর সিআইডি পুলিশ দায়েরকৃত মামলায় তিতাসের বরখাস্তকৃত ৮ কর্মকর্তা কর্মচারীদের গ্রেফতার করে রিমান্ডে নেন ।
এমন ঘটনায় আবার দ্রুত সময়ের মধ্যেই বরখাস্তকৃত/গ্রেফতারকৃত/রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আদালতে আসামীদের হাজির করার সাথে সাথেই জামিন প্রদান করেন আদালতের বিজ্ঞ বিচারক । এমন জামিনের ঘটনায় তাৎক্ষণিকভাবে আদালত চত্তরে ২১ সেপ্টেম্বর সোমবার ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে ।
এতো মুসুল্লীদের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত তিতাসের ৮ আসামীর জামিন নিয়ে সর্বত্র মিশ্র প্রতিক্রিয়ায় ২২ সেপ্টেম্বর মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো তে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিতাসের সিবিএ নেতা কাজিম উদ্দিন জোড়ালোভাবে দাবী করেন, “তিতাসের কোন কর্মকর্তা কর্মচারীদের কেউ কোন দূর্ণীতির সাথে জড়িত নয়। গ্রেফতারকৃত কেউ অপরাধী না ।”
অনুষ্ঠানে সোমবার প্রতিমন্ত্রীর সাথে কেন সাক্ষাৎ করেছেন এমন প্রশ্নের কোন উত্তর দেন নাই কাজিম উদ্দিন ।
কাজিম উদ্দিনের এমন বক্তব্য টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠান দেখে নারায়ণগঞ্জের সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । অনেকেই বলেছেন, কাজিম উদ্দিনের নামে বেণামে কত শত কোটি টাকার সম্পদ রয়েছে তা তদন্ত করে বের করা জরুরী হয়ে পরেছে । তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারীদের গ্রেফতারের পর এই কাজিম উদ্দিন তিতাসের দালালদের সাথে নিয়ে এসপি অফিস, আদালতের ভিতর, আদালত চত্তরে এবং সিআইডি কার্যালয়ে ব্যাপক দৌড়ঝাঁপ করতে দেখা গেছে । তিতাসের সকল দূর্ণীতি প্রকাশ হয়ে যেতে পারে এমন আশংকায় কাজিম উদ্দিন এমন করেছে বলেও দাবী করেছে তিতাসের সাথে সংশ্লিষ্ট অনেকেই । শুধু কাজিম উদ্দিনের নারায়ণগঞ্জের বন্দর, শহর ও রাজধানীতে কি পরিমাণ সম্পদ রয়েছে তা খুজে বের করার দাবী করছে অনেকেই ।









Discussion about this post