বেশভুষা দেখে কেউ সহসাই মনে করবেন না তিনি একজন কুক্ষাত অপরাধী । ডাকাতি, মাদক ব্যবসা, নারী কেলেংকারী, জুয়া, ব্লাকমেইলিং ছাড়াও এমন কোন অপরাধ নাই যা এই চক্রটি কর্তৃক সংগঠিত হয় না ।
ফতুল্লা প্রতিনিধি :
তিন সহোযোগি সহ তোফাজ্জল ওরফে ডাকাত তুজুকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দুইটায় পাগলা নন্দলালপুর নাগকাটা বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো তোফাজ্জল ওরফে ডাকাত তুজু (৩২), রনি ওরফে পেচা রনি (৩০), নাদিম (২৯) ও হাসান (৩০)।
ফতল্লা থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এস, আই মোফাজ্জল করিম সংঙ্গীয় ফোর্স সহ পাগলা নন্দলালপুরের নাগকাটা বাড়ী এলাকায় অবস্থিত শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী রনি ওরফে পেচা রনির বাসায় অভিযান চালিয়ে ডাকাত তুজু,পেচা রনি,নাদিম ও হাসান কে গ্রেফতার করে । এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক বান্ডিল তাস ও নগদ পাচ হাজার দুইশত (৫২০০ টাক) টাকা উদ্বার করে পুলিশ ।
স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃতরা এলাকায় চুরি,ছিনতাই,মাদক ব্যবসা,নারী দিয়ে ব্ল্যাক মেইলিং সহ সমাজ বিরোধী নানা অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে ।
নারায়ণগঞ্জ আদালতের একটি সূত্র জানায়, ফতুল্লা থানার দারোগা মোফজ্জল করিম গ্রেফতারকৃত কুক্ষাত অপরাধী তোফাজ্জল ওরফে ডাকাত তুজু, রনি ওরফে পেচা রনি, নাদিম ও হাসান কে জুয়া আইনের ৪ ধারায় আদালতে পাঠানোর পর বিজ্ঞ বিচারক প্রত্যেক আসামীকে জরিমানা আদায় ও মুচলেকা পূর্বক মুক্তি দানেরি আদেশ দেয় ।
( ছবি ফাইল )









Discussion about this post