নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর ৭ম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার (৬ মার্চ) সকালে বন্দর উপজেলার পুরাতন বন্দর এলাকায় সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবরে মেয়র আইভীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন।
এছাড়াও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নিহতের মাগফেরাত কামনায় দোয়ায় অংশগ্রহণ নেন।
ত্বকীর কবরে ফুল দিয়ে অন্যান্যের মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ভবানী শংকর রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সভাপতি শুভ দেব প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের এই দিনে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে ত্বকীকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। পরে রাতেই তার লাশ নগরের কালিবাজার চারারগোপ খালে ফেলে রাখা হয়। অপহরণের দু’দিন পর ৪ মার্চ ওই খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। মামলার প্রায় ৭ বছর পেরিয়ে গেলেও এখনো আদালতে চার্জশীট জমা দেয়নি মামলাটির তদন্তকারী সংস্থা ।
| S | S | M | T | W | T | F |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।
ফোন : ০১৮১৯৯৯১৫৬৮,
০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
[email protected]
Discussion about this post