থানা পুলিশের ক্যাশিয়ার, ডিবি পুলিশের ক্যাশিয়ার ও সিআইডি পুলিশের ক্যাশিয়ারকে নিয়মিত মাসোয়ারা দিয়ে দীর্ঘদিন যাবৎ মাদকসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে অপরাধী চক্র । খোদ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে চাঁদমারী বস্তিতে দীর্ঘদিন এমন ক্যাশিয়ারদের মাসোয়ারা দিয়ে প্রকাশ্যে লাইন ধরে এমন মাদক বিক্রির এক পর্যায়ে পুলিশ সুপার জায়েদুল আলম পুরো চাঁদমারীর মাদকের আস্তানা গুটিয়ে দিয়ে সকলে আস্থা অর্জন করেছেন । আর নগরবাসীর এমন আস্থা ম্রান করে দিচ্ছেন কিছু অসাধু কর্মকর্তা । শহরের সুইপার পট্টিসহ নানা এলাকায় এমন মাদকের কারবার এখনো চালিয়ে যাচ্ছে অপরাধীরা ।
পুরো শহরের মাদকের মূল নিয়ন্ত্রণকারী সালাউদ্দিন বিটু একজন প্রভাবশালী রাজনীতিবিদের আত্মীয়ের শেল্টারে মাদকের পাইকারী ব্যবসা চালিয়ে যাচ্ছে নির্বিগ্নে। ওই রাজনীতিবিদের আত্মীয় নিজেই প্রতি মাসে একজন ওসিকে বিনা বাধায় বিটু মাদক বিক্রির জন্য দুই লাখ টাকা মাসোয়ারা প্রদান করে বলেও চাউর রয়েছে পুরো নগরী জুড়ে । নগরীর এমন অনেক অপরাধীদের আস্তানায় হানা দেয়ায় র্যাবের উপর আস্থা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই
নারায়ণগঞ্জ সদর মডেল থানার মাত্র কয়েক গজের মধ্যে টানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রহল্লাদ লাল (৬০)কে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত প্রহল্লাদ লাল টানবাজার সুইপার কলোনী এলাকার মৃত শাহাদো লালের পুত্র।
১৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের টানবাজার ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।









Discussion about this post