নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
অবশেষে সেই দূর্ধর্ষ সন্ত্রাসী নারায়ণগঞ্জে মাদক ব্যবসার আরেক সম্রাট ও ভুমিদস্যু মোফাজ্জল হোসেন চুন্নুর বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।
সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্যাট কাউসার আলমের আদালতে সন্ত্রাসী চুন্নুর বিরুদ্ধে রিমান্ড শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে ।
আদালতের ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, অস্ত্র ও মাদকসহ গ্রেফতার মোফাজ্জল হোসেন চুন্নকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় ফতুল্লা মডেল থানা পুলিশ । শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জর করেন।
শনিবার রাত ১০ টায় ফতুল্লার বিভিন্ন এলাকায সাড়াসী অভিযানে কুতুবপুর নয়ামাটি এলাকার থেকে দূর্ধর্ষ এই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় । পরে চুন্নুকে তল্লাশী করে ৫ শতাধিক ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে তাঁর (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার দিনগত রাত ১০টায় কুতুবপুর নয়ামাটি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় নয়ামাটি নিজ বাড়ির সামনে মাদক বিক্রির সময় চুন্নুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় চুন্নুর বাহিনীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশ উপর হামলা চালায় ।
এ সময় তার বাহিনীর ছুড়া ইটপাটকেলে ৫ জন পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছিলো ।









Discussion about this post