সারাদেশে মহামারী করোনা ভাইরাস জনিত কঠোর লকডাউন চলছে । যেখানে প্রতিদিনই সহস্রাধিক লোক এই প্রানঘাতী মহামারীতে মৃত্যু কোলে ঢলে পড়ছে। অথচ সরকারী নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে খোদ ইউনিয়ন পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ঘটা করে সভা-সমাবেশ করছে।
বৃহস্পতিবার ২২ এপ্রিল সন্ধ্যায় এমন ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন এলাকায়।
খবর নিয়ে জানা গেছে, দেশের দূর্যোগপূর্ণ মূহুর্তে চরম স্বাস্থ্যবিধি অমান্য করে সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ও ৭নং ওয়ার্ডে স্থানীয় প্রভাবশালী চেয়ারম্যান সহস্রাধিক লোকের সমাগম ঘটিয়ে মহামারী করোনা ভাইরাস সচেতনতা বিষয়ক সভার নাম করে অসচেতন কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। প্রচুর লোকজনের সমাগম যেখানে নিষিদ্ধ করা হয়েছে সেখানে সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে ঘটাকরে সহস্রাধিক লোক জড়ো করে তিনি ইফতারপার্টি ও সভা-সমাবেশ সম্পূর্ণ সরকারী নিয়ম-নীতির পরিপন্থী। এমন অসচেতন কাজ করা নিয়ে সচেতন মহলের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়নের সচেতন অনেকেই জানান, সারাদেশ ব্যাপী চলছে লকডাউন। করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রতিদিন গড়ে শতাধিক এই ব্যাধিতে প্রান হারাচ্ছে। সরকারী স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্যবিধি সম্পর্কে ম্যাসেজ দেওয়া হচ্ছে।
সরকারীভাবে শতর্কবার্তা দেওয়া হচ্ছে জনসমাগম এড়িয়ে চলতে। স্বাস্থ্যবিধি সম্পর্কে বার বার অবগত করা হচ্ছে। অথচ কলাগাছিয়া ইউনিয়নের এই প্রভাবশালী চেয়ারম্যান দেলোয়ার প্রধান যেন সুপ্রীম পাওয়ার নিয়ে চলছে।
সাংসদ সেলিম ওসমানের ঘনিষ্ট হওয়ায় যেন তিনি সরকারী নিয়মনীতিকেও পাত্তা দিচ্ছেন না। সহস্রাধিক লোক নিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করে ইফতার পার্টি করছেন। এতে করে করোনা ঝুকিতে পড়তে পারে পুরো কলাগাছিয়া ইউনিয়ন। আমি এমন দায়িত্বহীন চেয়ারম্যানের বিরোদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানাই।









Discussion about this post