লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে রোববার সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ।
তার প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে প্যারিসের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে বিদায় জানাতে আসেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
যুক্তরাজ্য ও ফ্রান্সে রাষ্ট্রীয় সফরের আগে গত ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জলবায়ু তথা কপ২৬-এর বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং সংস্থা প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায়ও অংশ নেন শেখ হাসিনা।









Discussion about this post