নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের সর্বত্র করোনা ভাইরাসের কারণে সরকার যেখানে হিমশিম খাচ্ছে । সারাদশে যখন ছুটির কবলে সেখানে নারায়ণগঞ্জের কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তি এবং অসাধু চক্রের হোতারা করোনা ভাইরাসকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান পাকাপোক্ত করতে (ফায়দা হাসিল করতে) সেবার নামে সেল্ফিসহ নিজেদের ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে ।
নারায়ণগঞ্জের মহানগরীর বিভিন্ন পাড়া মহল্লায় হেক্সিসল, স্যানিটাইজার, ঢেটল মিশানো পানি ছিটোনো, পাড়া মহল্লায় হাত ধোয়ার বেসিন স্থাপনসহ দরিদ্র জনগোষ্টিকে এই ক্রান্তিলগ্নে সামান্য সহযোগিতা করে তা প্রচার করতে ব্যাপক তোড়জোড় চালাচ্ছে স্বার্থান্বেষী অনেকেই । যা দেখে তিক্ত বিরক্ত হচ্ছেন সর্ব সাধারণ ।
এমনই আরেক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জর নানা অপকর্মের হাতা নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি ও কাউন্সিলর ইফতেখার আলম খোকনের নামে ব্যানার দিয়ে জ্বালানী কাজে ব্যবহৃত বিশাল ট্যাংকলড়ি দিয়ে শহরের চাষাড়া চত্তরে ব্লিচিং মিশ্রিত পানি ছিনানোর কাজ শুরু করে আরেক তোলচোরদের গডফাদার আনোয়ার হোসেন মেহেদী । এ সময় চাষাড়া চত্তরে নিজের টেক্সী থামিয়ে সেল্ফি তোলার কাজ দেখে কয়েকজন পথচারী টিপ্পনী কেটে বলেন, “হায়রে, পুরো দেশবাসী যখন আতংকে মরে আর এই তেলচোররা সেলফি তোলে ।”
খোজ নিয়ে আরো জানা যায়, তেলচোরদের গডফাদার মেহেদী, বন্দুক শাহীন, মাসুমসহ আরো কয়েকজন নিজেদের এলাকা সিদ্ধিরগঞ্জে এমন জনবান্ধব কর্মসূচী পালন না করলেও নারায়ণগঞ্জ শহরের চাষাড়া চত্তরে প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের ছবিযুক্ত ফ্যাস্টুন ব্যানার স্থাপন করে বিশাল এই ট্যাংকলড়ি দিয়ে শুধু চত্তরের পানি ছিটাতে দেখা যায় অনেকক্ষন যাবৎ । আর এ সময় তেলচোর মেহেদী, মাসুম ও তার সহযোগিরা বঙ্গবন্ধু ও শামীম ওসমানের নামে শ্লোগান দিতে দেখা যায় । এমন দৃশ্য দেখে উপস্থিত এক প্রবীন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘’তোলচোরেরা শামীম ওসমানের ছবি টাঙ্গিয়ে তেল মারতে চাষাড়ায় এসেছে । সিদ্ধিরগঞ্জে খোজ নিয়ে দেখেন তাদের কোন কর্মকান্ড নাই । এই হচ্ছে আমাদের রাজনীতি । এই সময়ও নোংড়ামী করছে মতি, খোকন , মেহেদী, বন্দুক শাহিন, মাসুমসহ অনেকেই ।”
( সেল্ফি তোলার চিত্র ও বক্তব্যের ভিডিও সংরক্ষিত রয়েছে )









Discussion about this post