এমন মেরামতের ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২ টার পর থেকে পাইপ পরিস্কার করতে বিশেষ ক্যামিকেল ব্যবহার করায় পুরো শহরের বাতাসে তীব্র ঝাঁঝালো দুর্গন্ধ ছড়িয়ে পরলে আতংকিত হয়ে পরে নগরবাসী । এমন ঘটনায় তিতাস কর্তৃপক্ষ জানায় পাইপ পরিস্কার করার কারণে বিশেষ ক্যামিকেল ব্যবহারের কারণে এমন দূর্গন্ধ ছড়াচ্ছে । এতে আতংকের কিছু নাই
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, পাগলা, ফতুল্লা, দেলপাড়া, ভুঁইগড়, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, মিজমিজি পাড়া, সাহেবপাড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।









Discussion about this post