জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৩ ডিসেম্বর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চলে।
অভিযানে সিদ্ধিরগঞ্জে প্রাণবল্লভ সুইটসকে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী, ফ্রিজের মধ্যে নষ্ট ও বাসি মিষ্টি সংরক্ষণ এবং উৎপাদিত দই এর গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ এবং সর্বোচ্চ খুচরামূল্য লিপিবদ্ধ না করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে সোনারগাঁ মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে কালিরবাজার এলাকায় মাউড়া রেস্টুরেন্টকে উৎপাদিত দই ও ফিন্নি এর গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ এবং সর্বোচ্চ খুচরামূল্য লিপিবদ্ধ না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রতিনিধি, জেলা কৃষি বিপনণ অধিদপ্তর এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।









Discussion about this post